Categories: Kolkata

আগামী দিনে আন্দোলনে বামেদের পাশে চায় কংগ্রেস

Published by
News Desk

জোটধর্ম বজায় রেখেই আগামী দিনে রাজ্যে আন্দোলনের ধারা এগিয়ে নিয়ে যেতে চায় কংগ্রেস। এদিন প্রদেশ শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর এমনই বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রমজান মাস শেষ হলেই রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। সেই আন্দোলনে তাঁরা যে বামেদের পাশে চান তা এদিন স্পষ্ট করে দিয়েছেন অধীরবাবু। এদিকে জোট নিয়ে সিপিএমের অন্দরমহলে চাপানউতোর অব্যাহত। যাঁরা ভোটের আগে জোটের বিরোধিতা করেছিলেন, তাঁরা চেপে ধরছেন জোটপন্থীদের। অন্যদিকে ভোটের আগে যাঁরা জোট চেয়ে সওয়াল করছিলেন তাঁরা নির্বাচনে ভরাডুবির পরও সেই একই অবস্থানে অনড়। ফলে সরগরম সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। রবিবার দ্বিতীয় দিনেও জোটপন্থী ও জোট বিরোধীদের মধ্যে কথা কাটাকাটি লেগেই ছিল। এদিকে যাঁকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে ভোটে লড়েছিল বামফ্রন্ট সেই সূর্যকান্ত মিশ্র কিন্তু জোটধর্ম পালন করে যাওয়ার পক্ষেই এদিন জোড়াল সওয়াল করেছেন।

Share
Published by
News Desk

Recent Posts