Kolkata

মরা গাঙে বান, রানি রাসমণির সভায় ঐক্যবদ্ধ কংগ্রেসের ইঙ্গিত

Published by
News Desk

প্রদেশ কংগ্রেসে নতুন জোয়ারের ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার রানি রাসমণি রোডের সভা থেকে তিনি দাবি করেন কংগ্রেস শুকিয়ে যায়নি। পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এদিন কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মঞ্চে থাকা নেতানেত্রীদের সহাবস্থান। এদিন হাতে হাত ধরে দেখা গিয়েছে সোমেন মিত্র, অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, আবদুল মান্নান সহ কংগ্রেসের প্রায় সব রাজ্য নেতাকে। যাঁদের একসঙ্গে এক মঞ্চে যে শেষ কবে দেখা গিয়েছিল তা মনে করতে পারছেন না অতি বড় কংগ্রেস সমর্থকও।

৩ রাজ্যে কংগ্রেসের দুরন্ত ফল যে বঙ্গ কংগ্রেসকে উজ্জীবিত করেছে তা এদিনের মঞ্চ থেকেই পরিস্কার। নাহলে কংগ্রেস নেতৃত্বের গলায় শোনা যেতনা যে যাঁরা ভাবছিলেন কংগ্রেস পোস্টার হয়ে গেছে তাঁরা ভুল ভাবছিলেন। আসলে ৩ রাজ্যে জয় রাজ্য কংগ্রেসের মরা গাঙে বান এনেছে। এতদিন কার্যত ঝিমিয়ে থাকা দলটা এদিন যেন আচমকাই যাদুকাঠির ছোঁয়ায় অনেকটা চনমনে। এখন দেখার এই তথাকথিত ‘টেম্পো’ তাঁরা কতটা ধরে রাখতে পারেন।

Share
Published by
News Desk

Recent Posts