State

আফরাজুলের বাড়িতে অধীর-প্রদীপ, পরিবারের পাশে থাকার আশ্বাস

Published by
News Desk

সকালে গিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী, সাংসদরা। বেলার দিকে গেল কংগ্রেসের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল। রাজস্থানে নৃশংস হত্যার শিকার আফরাজুল খানের বাড়িতে হাজির হন কংগ্রেস নেতারা। কথা বলেন মৃতের আত্মীয় পরিজনের সঙ্গে। আফরাজুলের স্ত্রী ও মেয়েদের সঙ্গেও কথা হয়। কংগ্রেসের প্রতিনিধি দলে থাকা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বা অধীর রঞ্জন চৌধুরীরা পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। শোনেন তাঁদের অভিযোগ, দাবি। ধিক্কার জানান এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে।

এদিকে এদিন দুপুরে মেঘে ঢাকা কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরের সামনে থেকে একটি মিছিল বার করে কংগ্রেস। রাজস্থানের ঘটনার প্রতিবাদ করে ধিক্কার জানিয়ে সেই মিছিলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। মিছিল প্রদেশ কংগ্রেস দফতর থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়।

Share
Published by
News Desk