Kolkata

বাজেটের আগে বিধানসভার সামনে দফায় দফায় বিক্ষোভে কংগ্রেস

Published by
News Desk

কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে হেনস্থার ঘটনায় শুক্রবারও সকাল থেকে উত্তাল বিধানসভা চত্বর। কংগ্রেসের তরফ থেকে এদিন দফায় দফায় বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিধানসভার চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়কেরা। সকালে বিধানসভার গেটের সামনে প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো শুরু হয়। সেই বিক্ষোভ সামলে ওঠার পরপরই সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিধানসভার দক্ষিণ দিকের ফটকের সামনে রাস্তায় দলীয় বিধায়কদের নিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। অধীর চৌধুরীর অবস্থান বিক্ষোভের স্তব্ধ হয়ে যায় ‌যানচলাচল। প্রসঙ্গত এদিনই রাজ্য বাজেট পেশ বিধানসভায়। আবদুল মান্নানের হেনস্থাকে সামনে রেখে বাম ও কংগ্রেস বাজেট বয়কট করেছে। কংগ্রেসের তরফে অধীরবাবু এদিন বিক্ষোভস্থাল থেকেই জানিয়ে দেন বাজেট পেশের সময় কংগ্রেসের বাইরে একটি মক পার্লামেন্ট করার কথা। যেখানে তাঁরা রাজ্যের জন্য একটি পৃথক বাজেট পেশ করেন। এদিকে অধীরবাবুরা অবস্থান সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই ফের বিধানসভার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র পরিষদের সদস্যরা। যদিও বিক্ষোভকারীরা সংখ্যায় ছিলেন কম। তবু ফের দুপুরে একটা অচলাবস্থা সৃষ্টি হয়। মিনিট পাঁচেক দলীয় পতাকা হাতে তাঁদের বিক্ষোভ চলার পর বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিক হয় অবস্থা।

Share
Published by
News Desk

Recent Posts