State

অসামাজিক কাজের প্রতিবাদ, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করল স্বামী

Published by
News Desk

স্বামী আনিকুল শেখ দীর্ঘদিন ধরে অসামাজিক কাজে যুক্ত। সেকথা সম্প্রতি জানতে পারেন তার স্ত্রী রুলেখা বিবি। মালদহের বামনগোলা থানার ভোলামাসনা গ্রামে দম্পতির বাড়ি। আনিকুল শেখ পেশায় একজন ছোট ব্যবসায়ী। ইদানিং তার ব্যবসায় মন্দা যাচ্ছিল। প্রতিবেশিদের দাবি, রোজগার না থাকায় আনিকুল অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল। সে কথা জানতে পেরেছিলেন তার স্ত্রী। স্বামীকে অবৈধ কাজ করতে বারবার বাধা দিতেন তিনি। অভিযোগ, সেই রাগে শনিবার সকালে স্ত্রীর ওপর চড়াও হয় আনিকুল। হাঁসুয়া দিয়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করে সে।

মহিলার আর্ত চিৎকারে পাড়া প্রতিবেশি ছুটে আসেন তাদের বাড়ির সামনে। অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় আনিকুল। আশঙ্কাজনক অবস্থায় জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে পলাতক আনিকুল শেখের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk