State

দুর্ঘটনাগ্রস্ত বাইকে আগুন, চালক ছিটকে পড়তেই পিষে দিল লরি

Published by
News Desk

গত বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা। পানাগড় থেকে দুর্গাপুরগামী ২ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে যাচ্ছিল ১টি বাইক। আচমকাই নিয়ন্ত্রণ হারান বাইক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। সাথে সাথে বাইকে আগুন ধরে যায়। বাইক থেকে ছিটকে পড়েন চালক।

চোখের নিমেষে তাঁকে পিষে দিয়ে যায় ১টি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। লরি চালকের খোঁজ শুরু হয়েছে।

Share
Published by
News Desk