State

স্কুটার থেকে ছিটকে পড়ে মৃত তরুণী, পলাতক মদ্যপ তরুণ

Published by
News Desk

গত বুধবার রাত ১০টা নাগাদ বজবজ ট্রাঙ্ক রোড ধরে স্কুটারে চেপে যাচ্ছিলেন এক তরুণ-তরুণী। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সারেঙ্গাবাদের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারান স্কুটার চালক। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুটার আরোহী ২ জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তাই নেশার ঘোরে টাল সামলাতে পারেনি স্কুটার চালক।

টাল সামলাতে না পেরে স্কুটার নিয়ে রাস্তার ওপর পড়ে যান দুজনেই। উল্টোদিক থেকে আসা ১টি দুরন্ত গতির ট্রলার পিষে দেয় তরুণীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত তরুণীকে রাস্তায় ফেলেই চম্পট দেন স্কুটার চালক তরুণ। ট্রলার চালককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুটার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk