State

কেন আগে খাবার পাবে? রাগে বোনকে কুপিয়ে খুন করল দাদা

Published by
News Desk

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষজন। স্থানীয় যুবক জয়দেব রাণা কাকিমার বাড়িতে গিয়েছিল খেতে। সেখানে গিয়ে কাকিমাকে খাবার দেওয়ার কথা বলে সে। এদিকে তখন তার খুড়তুতো বোন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাই মেয়েকে আগে খেতে দিয়ে তারপর জয়দেবকে খেতে দেন কাকিমা।

পুলিশ সূত্রের খবর, কেন তাকে আগে খেতে না দিয়ে বোনকে আগে খেতে দেওয়া হয়েছে? এই রাগে মুহুর্তে অগ্নিশর্মা হয়ে ওঠে জয়দেব। তারপর ধারাল অস্ত্র দিয়ে বারবার কোপাতে থাকে বোনকে। মেয়েটির আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা জয়দেবকে পাকড়াও করেন। তারপর বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এদিকে রক্তাক্ত ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Share
Published by
News Desk

Recent Posts