State

শিউরে ওঠা দুর্ঘটনা, ধড় থেকে আলাদা হয়ে গেল বাইক চালকের মুণ্ড

Published by
News Desk

গত মঙ্গলবার রাতের ভয়ংকর দৃশ্য মনে পড়লে এখনও শিউড়ে উঠছেন উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার বাসিন্দারা। জীবনে অনেকরকম দুর্ঘটনার সাক্ষী থেকেছেন তাঁরা। পথ দুর্ঘটনায় মৃত্যুও কম দেখা হয়নি। কিন্তু এইরকম বীভৎস মৃত্যু তাঁরা চোখে দেখেছেন কিনা মনে করতে পারছেননা কেউই।

মঙ্গলবার রাতে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি বাইক। বাইকে ছিলেন ২ জন আরোহী। বাইক চালকের মাথায় হেলমেট ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বীরশিবপুর এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। বাইক গিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে লোহার রেলিংয়ে। বাইক থেকে ছিটকে গিয়ে চালকের মাথা সজোরে ধাক্কা খায় রেলিংয়ে। রেলিংয়ের ধারালো প্রান্তে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় চালকের মাথা ও ধড়। লোহার বিমে আটকে যায় ব্যক্তির হেলমেট পরা কাটা মাথা। বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে মুণ্ডহীন দেহটা। বাইক থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান দ্বিতীয় আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা মৃত বাইক চালকের দেহ উদ্ধার করে। ঘটনার পর এখন স্থানীয়দের মুখে মুখে ঘুরছে সেই বীভৎস দুর্ঘটনার কথা।

Share
Published by
News Desk

Recent Posts