State

রাতের অন্ধকারে স্কুলের সিসিটিভি ভাঙল কিশোর

Published by
News Desk

চলছে মাধ্যমিক পরীক্ষা। অনেক স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে। ৪টি স্কুলের ছাত্রদের সিট পড়েছে হাওড়ার উলুবেড়িয়ার গৌরীপুর শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। আর পরীক্ষার প্রথম দিন রাতেই এক কিশোর ভেঙে দিল স্কুলের ২টি সিসিটিভি। স্থানীয় সূত্রের খবর, ওই স্কুলে মোট ১১টি সিসিটিভি বসানো আছে। গত সোমবার গভীর রাতে এক কিশোর মুখ ঢেকে স্কুলের পাঁচিল টপকে ঢুকে পড়ে স্কুলে। তারপর গেটের সামনে থাকা একটি সিসিটিভি ও স্কুলের অধ্যক্ষের ঘরের সামনের সিসিটিভিটি ভেঙে দেয়।

সিসিটিভি রেকর্ডিং থেকেই সেই ছবি পুলিশের হাতে এসেছে। ওই কিশোরের পরিচয় জানা যায়নি। তবে ছবি দেখে পুলিশ ওই কিশোরকে চিহ্নিত করার চেষ্টা করছে। এদিকে স্কুলের সিসিটিভি ভাঙার ঘটনা নজরে আসতে সকালে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk