State

ব্রততী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা, গ্রেফতার ৫

Published by
News Desk

চুঁচুড়ায় একটি কর্মশালায় যোগ দিতে যাওয়ার সময় জনা সাতেক বাউন্সারের উপদ্রবের শিকার হলেন স্বনামধন্য বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা গাড়িতে চুঁচুড়ার দিকে যাওয়ার সময়ে বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ের কাছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গাড়িটিকে আটকায় ৭ জন বাউন্সার।

তারা জানায় ওই গাড়ির মাসিক কিস্তি ২ মাস বকেয়া। তাই তারা গাড়ি নিয়ে নেবে। গাড়ি থেকে টেনে নামিয়ে দেওয়া হয় চালককে। পরে চুঁচুড়া পৌঁছে বিব্রত ব্রততী বন্দ্যোপাধ্যায় স্থানীয় সাংসদকে সব জানান। পুলিশ দ্রুত তদন্তে নামে। গ্রেফতার করা হয় ৫ জন বাউন্সারকে।

Share
Published by
News Desk