State

শান্তিনিকেতনে অশান্তি, তৃণমূলকর্মীদের হাতে মার খেলেন পড়ুয়ারা

Published by
News Desk

শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকা। এখানে সম্প্রতি রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে চলেছে পূর্ত দফতর। রাস্তা চওড়া করতে তাই রাস্তার দু’ধারের গাছ কাটা শুরু করে তারা। এভাবে গাছ কাটার প্রতিবাদে এদিন সকালে সেখানে হাজির হন বিশ্বভারতীর বেশ কিছু পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে বিদেশি পড়ুয়ারাও ছিলেন। সকলেই গায়ে গাছের ডালপালা জড়িয়ে অভিনব প্রতিবাদে সামিল হন।

অভিযোগ প্রতিবাদ চলাকালীন আচমকাই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা। ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করা হয়। রেহাই পাননি বিদেশি পড়ুয়ারাও। এতে অনেক পড়ুয়া কমবেশি চোট পান। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

Share
Published by
News Desk