State

বাঘ কী এবার কাছের জঙ্গলে? আতঙ্কে এলাকাবাসী

Published by
News Desk

অস্তিত্বের জানান দিচ্ছে তার ফেলে যাওয়া চিহ্ন। কিন্তু দেখা মিলছে কই? লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ, গ্রামবাসীদের কয়েকজনের বাঘ দেখার দাবি, এসব কিছু মাথায় রেখে গোপন ক্যামেরা লাগায় বন দফতর। তাতে ধরাও দেয় বাঘমামার ছবি। ছড়িয়ে পড়ে আতঙ্ক। গত শুক্রবার বাঘের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হওয়ার পরই শনিবার বাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর। কিন্তু তাতে ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল। তারমধ্যে আবার রবিবার সকাল থেকে সেখানে দাঁতাল হাতির তাণ্ডব শুরু হয়।

বাঘ, হাতি মিলিয়ে রাতের ঘুম তো এলাকাবাসীর উড়েই গিয়েছিল। তারমধ্যে এবার আবার মধুপুরের জঙ্গল ছেড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে ঝাড়গ্রামের ধেড়ুয়ার জঙ্গলে। তাহলে কী হাতির ভয়ে বাঘটি চলে এল ঝাড়গ্রামের কাছে? এ প্রশ্ন তো রয়েইছে। তারওপর যোগ হয়েছে বাঘের আতঙ্কের এলাকা বৃদ্ধি। অথচ পায়ের ছাপ সহ আরও নানা সাক্ষর মিললেও খোদ বাঘমামাকে চাক্ষুষ করা সম্ভব হয়নি। আপাতত রয়্যাল বেঙ্গলটি যতক্ষণ না খাঁচা বন্দি হচ্ছে ততক্ষণ না বন দফতরের শান্তি আছে, না স্থানীয় মানুষের নিশ্চিন্তি আছে।

Share
Published by
News Desk