State

বাঘ ধরতে খাঁচা পাতল বন দফতর

Published by
News Desk

লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছিল গত শুক্রবার ভোররাতে। ক্যামেরায় ধরা পড়েছিল বাঘমামা। চোখ কপালে উঠেছিল বন দফতরের আধিকারিকদের। লালগড়ের জঙ্গলে বাঘ থাকা সম্ভব নয় বলেই জানতেন তাঁরা। তবে ছবি দেখার পর তাঁরা নিশ্চিত বাঘের উপস্থিতি নিয়ে। এখন চিন্তা স্থানীয় মানুষের সুরক্ষা।

ইতিমধ্যেই সন্ধের পর কাউকে বাড়ির বাইরে বার হতে মানা করেছে বন দফতর। নজর রাখা হচ্ছে, যাতে বাঘ কোনও বিনষ্ট না ঘটাতে পারে। এখন লক্ষ্য খাঁচা পেতে বাঘকে বন্দি করা। তারপর বাঘ রয়েছে এমন জঙ্গলে ছেড়ে দেওয়া। সেই খাঁচা পাতার কাজ এদিন সম্পূর্ণ হয়েছে। টোপ হিসাবে খাঁচায় দেওয়া হয়েছে একটি ছাগল। এখন অপেক্ষা বাঘের। তাকে যেখানে ছবিতে দেখতে পাওয়া গিয়েছিল, জঙ্গলের সেখানেই পাতা হয়েছে খাঁচা।

Share
Published by
News Desk