State

দোলে পরপর দুর্ঘটনা, একই জেলায় মৃত ৬

Published by
News Desk

দোলের আনন্দে মদ্যপান করেছিল ৩ বন্ধু। মত্ত অবস্থাতেই বাইকে করে তারা ফিরছিল মহম্মদবাজার এলাকার আসিমগাঁয়ে। তারা প্রত্যেকেই বীরভূমের সাঁইথিয়ার ভবানীপুর গ্রামের বাসিন্দা। রাত ১২টা নাগাদ শুনশান রাস্তায় বাইকের গতিতে ঝড় তুলেছিল যুবকরা। বাইক আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে।

বাগডোলা মোড়ের কাছে বাইকের ওপর নিয়ন্ত্রণ হারায় এক মত্ত চালক। বাইক সোজা গিয়ে ধাক্কা মারে ১টি টোটোয়। টোটোটি সেইসময় যাত্রী নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। পুলিশের ধারণা, ঘটনার আকস্মিকতায় বাইকের সাথে সংঘর্ষ এড়ানোর সময়টুকু পাননি টোটোর চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ টোটো যাত্রীর। মাথায় হেলমেট না থাকায় মারা যায় ২ বাইক আরোহী। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্য একটি ঘটনায় বীরভূমের সদাইপুরে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বীরভূমেরই পাড়ুইয়ে অন্য একটি দুর্ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১টি শিশুও রয়েছে।

Share
Published by
News Desk