লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার! প্রথম দিকে কেউ তেমন গুরুত্ব দেননি। হতেই পারেনা। কিন্তু স্থানীয় মানুষজনের মনে একটা ভয় দানা বাঁধছিল। দানা বাঁধার কারণও ছিল। বাঘের পায়ের ছাপ দেখেছেন তাঁরা। কয়েকজন গ্রামবাসী বেশ জোর দিয়েই বলেন তাঁরা জঙ্গলে যে জন্তুকে দেখতে পেয়েছেন তা বাঘ ছাড়া আর কিছু নয়। কিন্তু বন দফতর প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি। বন দফতরের আধিকারিকদের জ্ঞান বলছিল লালগড়ের জঙ্গলে বাঘ থাকতেই পারেনা। কখনও এমন হয়নি। অবশ্য বারবার গ্রামবাসীদের তরফ থেকে বাঘ নিয়ে আতঙ্কের কথা শুনে অবশেষে নিশ্চিত হতে ট্র্যাপ ক্যামেরা বসান তাঁরা। ৭টি ক্যামেরা বসানো হয় লালগড়ের জঙ্গলে। আর তাতেই ধরা পড়ে বাঘ।
শুক্রবার ভোররাতে বিভিন্ন ক্যামেরায় পূর্ণ বয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। যা দেখে কার্যত তাজ্জব বন দফতরের আধিকারিকরা। এল কোথা থেকে এই বাঘ? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত তাঁরা। তাঁদের ধারণা ওড়িশা বা ঝাড়খণ্ডের জঙ্গল থেকে অনেকটা পথ অতিক্রম করে খাদ্যের সন্ধানে লালগড়ের জঙ্গলে হাজির হয়ে থাকতে পারে বাঘটি। এদিকে একবার যখন বাঘের দেখা মিলেছে তখন নিশ্চিতরূপে সেটা আতঙ্কের কথা। ফলে গ্রামবাসীদের সাবধান করা হয়েছে। আগামী শনিবারই বাঘ ধরতে খাঁচা পাতছে বন দফতর।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…