State

বার্ন স্ট্যান্ডার্ড নিয়ে মিছিলে পা মেলালেন মন্ত্রী

Published by
News Desk

বার্ন স্ট্যান্ডার্ডের মত লাভজনক সংস্থাকে কেন্দ্র বিক্রি করে দিতে চাইছে। এতে রাজ্যের ক্ষতিই হবে। এটা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের রাজনৈতিক চক্রান্ত। এমনই দাবি করে এদিন বার্ন স্ট্যান্ডার্ড সংস্থার কর্মীদের নিয়ে রাজপথে মিছিল করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

হাওড়া ময়দান থেকে বুধবার সকালে মিছিলে পা মেলান তিনি। সঙ্গে যোগ দেন বহু বার্ন স্ট্যান্ডার্ড সংস্থার কর্মী। দিল্লিতে এদিনই বার্ন স্ট্যান্ডার্ডের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। তার আগে এই মিছিল কিন্তু পাল্টা চাপ বলে মনে নিচ্ছেন বার্ন স্ট্যান্ডার্ডের কর্মীরা। এখন দেখার সংস্থার কর্মীদের এই মিছিল কতটা প্রভাব ফেলে ক্যাবিনেটের সিদ্ধান্তে।

Share
Published by
News Desk