Categories: State

মালদহে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত পুলিশ

Published by
News Desk

মালদহের মেহদিপুর সীমান্ত এলাকা। এখানেই কয়েকজন দুষ্কৃতির ছিনতাই রুখতে গিয়ে আক্রান্ত হলেন দুই পুলিশকর্মী। অভিযোগ পুলিশ সেখানে পৌঁছলে তাঁদের ওপর চড়াও হয় প্রায় ৪০ জনের মত দুষ্কৃতি। পেরেক লাগান চেলা কাঠ দিয়ে দুই পুলিশকর্মীকে মারধর করা হয়। মারের চোটে দুই পুলিশকর্মী গুরুতর জখম হন। তাঁদের চিকিৎসা চলছে। একজনের হাতে প্লাস্টার করা হয়েছে।‌

দুষ্কৃতিদের পাকড়াও করতে গিয়ে পুলিশের ওপর এভাবে সদলবলে চড়াও হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে দুষ্কৃতিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করেত পারেনি পুলিশ।

Share
Published by
News Desk