State

দাম্পত্য অশান্তি, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

Published by
News Desk

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন স্বামী। মৃত ব্যক্তি ইসলাম মহম্মদ কর্মসূত্রে কেরালার বাসিন্দা ছিলেন। ২০ দিন আগে তিনি কোচবিহারের হলদিবাড়ি থানার ফিরিঙ্গিডাঙ্গা গ্রামে তাঁর বাড়িতে ফেরেন। অভিযোগ, বাড়িতে আসার পর থেকেই স্ত্রী বুলবুলি ইসলামের সাথে তাঁর অশান্তি শুরু হয়। সেই ঝামেলা তুমুল আকার নেয় বৃহস্পতিবার সকালে।

অভিযোগ, অশান্তির জেরে ক্রোধে উন্মত্ত হয়ে স্ত্রীকে গলা টিপে খুন করেন ইসলাম মহম্মদ। তারপর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঠিক কি নিয়ে অশান্তির জেরে দম্পতির মর্মান্তিক পরিণতি হল তা খতিয়ে দেখছে হলদিবাড়ি থানার পুলিশ। মৃত দম্পতির ২ মেয়ে। অভিভাবকহীন ২টি মেয়ের এখন ভবিষ্যৎ কি তাই নিয়ে এখন অকূলপাথারে পড়েছেন মৃতদের পরিজন ও এলাকাবাসী।

Share
Published by
News Desk