State

ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে মুখ থুবড়ে পড়ল লরি, মৃত ১

Published by
News Desk

৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বুধবার সকালে দাঁড়িয়েছিল একটি লরি। মালদহের গাজোলের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই লরিতে আচমকাই একটি দুরন্ত গতিতে ছুটে আসা ডাম্পার ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় লরিটি সোজা মুখ থুবড়ে পড়ে রাস্তার ধারের নয়ানজুলিতে। ঘটনায় লরির খালাসির মৃত্যু হয়। গুরুতর আহত চালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লরিটিকে জল থেকে তোলার বন্দোবস্ত করে স্থানীয় প্রশাসন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। ফের আঙুল উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের দিকে। স্থানীয়দের দাবি, সিভিক ভলেন্টিয়াররা লরি কাছে থেকে তোলা আদায় করে। তাদের হাত এড়িয়ে পালাতে গিয়ে অনেক সময়েই এখানে গাড়ির গতি বাড়িয়ে দেন লরি চালকরা। তার জেরেই ঘটে দুর্ঘটনা।

Share
Published by
News Desk