State

আশ্রমিক বিদ্যালয়ে মারধরের চোটে শিশুর মৃত্যুর অভিযোগ

Published by
News Desk

এক শিশু ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার বান্দোয়ানের গুরুকুল তপোবন শিক্ষাশ্রম আশ্রমিক বিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম লক্ষ্মীপদ সোরেন। বয়স বছর ছয়েক। কয়েক মাস আগে শিশুটিকে ওই আবাসিক স্কুলে ভর্তি করে তার পরিবার। গত শনিবার কোনও এক অজ্ঞাত কারণে মৃত্যু হয় লক্ষ্মীপদ সোরেনের।

শিশুটির পরিবারের দাবি, শনিবার সন্ধ্যেয় স্কুলের তরফে তাঁদের জানানো হয় যে তাদের ছেলের শরীর খারাপ হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে সেখানে হাজির হল লক্ষ্মীপদর বাড়ির লোকজন। অভিযোগ, সেখানে লক্ষ্মীপদর বাড়ির লোকজন জানতে পারেন যে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন লক্ষ্মীপদর বাড়ির লোকজন। তাঁরা অভিযোগ জানাতে থাকেন যে স্কুলেই লক্ষ্মীপদর ওপর কোনও অত্যাচারের জেরে তার মৃত্যু হয়েছে। তাঁরা মৃত শিশুর দেহ নিতেও অস্বীকার করেন।

স্বাস্থ্য কেন্দ্র ও গুরুকুল তপোবন শিক্ষাশ্রম আশ্রমিক বিদ্যালয়ে রাতভর বিক্ষোভ প্রদর্শন করতে থাকে মৃত শিশুর পরিবার। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুর পরিবারের দাবি মেনে আটক করা হয় গুরুকুল তপোবন শিক্ষাশ্রম আশ্রমিক বিদ্যালয়ের শিক্ষকদের। মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk