State

সকালের ঘন কুয়াশায় পথ দুর্ঘটনা, মৃত ২

Published by
News Desk

সকালের ঘন কুয়াশা ফের কেড়ে নিল দুটি প্রাণ। লরি ও জিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হল ২ জনের। আহত ৫ জন। রবিবার সকালে একটি যাত্রীবোঝাই জিও গাড়ি ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বালি বোঝাই লরি প্রচণ্ড গতিতে মুখোমুখি ধাক্কা মারে যাত্রীবোঝাই গাড়িটিতে। দুমড়ে মুচড়ে যায় জিও গাড়িটি। মৃত্যু হয় ২ যাত্রীর।

বেপরোয়া লরিটি ধাক্কা মারে আরও বেশ কয়েকটি গাড়িতে। সেগুলিও ভালোমতোই আঘাতপ্রাপ্ত হয়। বেগতিক বুঝে চম্পট দেয় ঘাতক লরির চালক ও হেল্পার। পুলিশ লরিটিকে আটক করেছে। পলাতক দের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ।

Share
Published by
News Desk