State

নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণের অভিযোগ

Published by
News Desk

সারা গায়ে ক্ষতের চিহ্ন নিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকাকে গত মঙ্গলবার বিকেলে সোনারপুরের রথতলা এলাকা থেকে উদ্ধার করলেন স্থানীয়রা। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকার পরিবারের দাবি, গত মঙ্গলবার বিকেলে পরিচিতি এক যুবক সোনারপুরের বাসিন্দা ওই নাবালিকাকে হরিনাভি মোড়ে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে কোল্ডড্রিংস খাওয়ায় সে। অনুমান সেই কোল্ড ড্রিংসেই মাদক মিশিয়ে দিয়েছিল ওই যুবক। সেখান থেকে সে ওই নাবালিকাকে রথতলা এলাকায় তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে বেশ কয়েকজন অপরিচিত যুবকও ছিল।

এদিকে মাদকের প্রভাবে বেহুঁশ হতে থাকে ওই নাবালিকা। সেই সুযোগে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। যে যুবকের খালি বাড়িতে এই ঘটনা ঘটে সেই বাড়ির অন্য সদস্যরা এসে পড়ায় বাকিরা পালিয়ে যায়। নাবালিকা প্রায় অচেতন অবস্থায় ওখানেই পড়ে থাকে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করেন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts