State

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা, মৃত তরুণী

Published by
News Desk

যাওয়ার কথা ছিল ওড়িশার জলেশ্বর। কিন্তু বুঝতে না পেরে তাড়াহুড়োয় বাবা ও মেয়ে উঠে পড়েন হাওড়াগামী করমণ্ডল এক্সপ্রেসে। ট্রেনে ওঠার পর তাঁদের সন্দেহ হয় যে বোধহয় ভুল ট্রেনে উঠে পড়েছেন তাঁরা। এদিকে ট্রেন তখন প্রবল গতিতে ছুটছে। কিন্তু এভাবে গন্তব্য থেকে ক্রমশ দূরে যেতে থাকলে তো মুশকিল। তাই দুজনেই এক অদ্ভুত সিদ্ধান্ত নেন।

পুলিশ সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনে ট্রেন গতি কমাতেই লাফিয়ে ট্রেন থেকে নামতে যান ওই বছর ১৮-র তরুণী। কিন্তু টাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যান তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বাবাও পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। বাবার চোট গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share
Published by
News Desk