State

স্কুল কামাই, ছাত্রকে ৩৩০ বার কান ধরে ওঠবস করালেন শিক্ষক

Published by
News Desk

মামাবাড়ি যাওয়ার ভারী মজা। সেখানে কিল চড় বকাবকির কোনও ভয় থাকে না। তাই মামাবাড়িতে ৭ দিন কাটিয়ে এসেছিল হুগলির খানাকুলের একটি মাদ্রাসার ছাত্র। ৭ দিন পর গত বৃহস্পতিবার স্কুলে আসে সপ্তম শ্রেণির ওই ছাত্র। অভিযোগ, সেই ‘অপরাধ’-এ স্কুলের অঙ্কের শিক্ষক ওই ছাত্রকে ৩৩০ বার কান ধরে ওঠবস করান! ছাত্রটির দাবি, কয়েক বছর আগে পেটে অপারেশন হয়েছিল ছাত্রের। তাই সে পেটে ব্যথার কথা স্যারকে জানায়ও। অভিযোগ, ছাত্রের সেই আকুতিতে কান দেননি শিক্ষক।

বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। পেটে প্রবল ব্যথা অনুভব করতে থাকে। বাড়ির লোকজন গুরুতর অসুস্থ ছাত্রটিকে ভর্তি করান আরামবাগের একটি নার্সিংহোমে। কয়েক বছর আগে হার্নিয়ার জন্য অস্ত্রোপচার হওয়া ওই ছাত্রের ফের একবার অস্ত্রোপচার হয় গত শুক্রবার।

যে শিক্ষকের বিরুদ্ধে উঠেছে ৩৩০ বার ওঠবস করানোর অভিযোগ, তিনি অবশ্য বলছেন অন্য কথা। ছাত্রের অসুস্থতার কথা নাকি তিনি জানতেন না! তাই ওই ছাত্রকে ওঠবস করার শাস্তি দিয়েছিলেন তিনি। অসুস্থ ছাত্র ও তার পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk