State

ক্লাসের মধ্যে ছাত্রের দেহ উদ্ধার, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published by
News Desk

স্কুলের মধ্যেই এক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। অন্যান্য দিনের মতই শনিবার সকালে নারায়ণগড়ের মদনমোহন চক চৌধুরী ইনস্টিটিউশনে ক্লাস শুরুর আগে ছাত্ররা যে যার ক্লাসরুমে যাচ্ছিল। সেইসময়ে একটি ক্লাসে এক ছাত্রের দেহ পড়ে থাকতে দেখে তারা। আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে।

মৃত ছাত্রের নাম সৌরভ খামরুই। সে ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়ি সবং থানা এলাকায় হলেও সে নারায়ণগড়ে হস্টেলে থেকে পড়াশোনা করত। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে ধন্ধে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা বিষ খেয়ে আত্মহত্যা করেছে ছাত্রটি। এই রহস্যমৃত্যুর পিছনে আর কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk