State

টোটোতে বেপরোয়া লরির ধাক্কা, মৃত ৭

Published by
News Desk

নদিয়ার চাপড়ায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। গত শুক্রবার রাতে ৮ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল একটি টোটো। সেইসময় চাপড়ার হাটরা বাজারের কাছে টোটোটিকে ধাক্কা মারে একটি পণ্যবোঝাই বেপরোয়া লরি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কৃষ্ণনগরগামী দুরন্ত গতির লরিটি উল্টোদিক থেকে আসা টোটোটিকে আচমকাই ধাক্কা মারে। যাত্রীদের নিয়েই ছিটকে পড়ে টোটো।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ শিশুসহ ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও ২ জনের। এক টোটো আরোহী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Share
Published by
News Desk