State

৬ মাসের সন্তান সহ দম্পতিকে পিষে দিল কয়লা বোঝাই ট্রাক

Published by
News Desk

মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন শিশু পুত্র সহ দম্পতি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুরে। একটি কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দম্পতি ও তাঁদের কোলে থাকা ৬ মাসের শিশুকে।

পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা বংশী মণ্ডল স্ত্রী মহুয়া ও ৬ মাসের শিশুপুত্রকে নিয়ে বাইকে করে রঘুনাথপুর যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বংশীবাবুর মোবাইলে ফোন আসায় তিনি রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময় একটি কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ৩ জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-মা ও সন্তানের। মর্মান্তিক দুর্ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে নিজেদের ক্ষোভ সামলাতে পারেননি এলাকাবাসী। পুলিশ মৃতদেহ উদ্ধারে এলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। বচসার জেরে দীর্ঘক্ষণ মৃতদেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে।

Share
Published by
News Desk