State

আলমারি খুলে গয়নাগাটি টাকাকড়ি নিয়ে চম্পট দিল পরিচারিকা

Published by
News Desk

স্ত্রী অসুস্থ। তারমধ্যেই বাড়ির পরিচারিকা ছুটি নেওয়ায় কাজকর্ম করার জন্য মঞ্জু সাহা নামে নতুন একজনকে পরিচারিকা হিসাবে রাখেন ধূপগুড়ির বাসিন্দা কাঞ্চন বসু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। স্ত্রী অসুস্থ। আর মেয়ে পড়তে বাইরে। ফলে বাড়িতে কর্তা গিন্নি আর ওই নতুন পরিচারিকা থাকতেন। দু সপ্তাহও পার করল না, তার আগেই নতুন রাখা পরিচারিকা মঞ্জু সাহা ভেল্কি দেখাল। মনিব ও মনিব গিন্নি‌কে বেহুঁশ করে সোনাদানা, টাকাকড়ি নিয়ে চম্পট দিল সে।

কাঞ্চনবাবুর দাবি, তিনি শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন নতুন পরিচারিকা মঞ্জু সাহা তার ঘরে নেই। তাঁর স্ত্রীর ঘরে গিয়ে চক্ষু চড়কগাছ। আলমারি হাট করে খোলা। গয়নার বাক্স খালি। নগদ যা টাকাকড়ি ছিল তাও নেই। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনও মাদকজাতীয় কিছু খাইয়ে কত্তাগিন্নিকে বেহুঁশ করে সেই সুযোগে কাজ হাসিল করে অভিযুক্ত মঞ্জু সাহা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পরিচারিকার নাগাল এখনও মেলেনি।

Share
Published by
News Desk