State

দিঘার হোটেলে পর্যটকের ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

Published by
News Desk

নদিয়ার সুভাষনগর এলাকা থেকে দিঘায় বেড়াতে গিয়েছিল ৫৫ জনের একটি দল। শীতের দিনে গত সপ্তাহের লম্বা উইকএণ্ডটা দিঘার সমুদ্র সৈকতে চুটিয়ে উপভোগ করেন সকলে। রবিবার সন্ধেয় ফেরার কথা ছিল তাঁদের। তাই শুরু হয়েছিল তোড়জোড়। ছুটি কাটিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার আগে হোটেলের শৌচাগারে যান দিলীপ সরকার নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘক্ষণ সেখান থেকে না বার হওয়ায় সন্দেহ হয় তাঁর বন্ধুদের। ডাকাডাকি করেও সাড়া মেলেনি দিলীপবাবুর। অগত্যা খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে দিলীপ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এটা আত্মহত্যা না খুন সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk