Categories: State

আদালত চত্বরে আক্রান্ত সুশান্ত ঘোষ

Published by
News Desk

আদালত চত্বরে বাম নেতা সুশান্ত ঘোষকে ঘুষি মারার চেষ্টা করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর আদালত চত্বরে। দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা সুশান্ত ঘোষ এদিন শুনানির জন্য আদালত চত্বরে হাজির হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক সেই সময়েই মনোজ সিংহ নামে এক প্রৌঢ় তাঁর দিকে তেড়ে আসেন। সুশান্তবাবুকে ঘুষিও মারার চেষ্টা করেন তিনি। কোনোক্রমে নিজেকে ঘুষি লাগার হাত থেকে বাঁচাতে সক্ষম হন সুশান্ত ঘোষ। এরপরই পুলিশ মনোজ সিংহকে আটক করে। মনোজ সিংহের দাবি, দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডে যে ৫ জনের কঙ্কাল চিহ্নিত হয়নি তারমধ্যে একটি তাঁর ছেলে স্বপনের। সেই রাগেই তিনি কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষকে ঘুষি মারতে যান। এর আগেও ২০১২ সালে এই একই মামলার শুনানিতে হাজির হওয়ার সময় আদালত চত্বরে সুশান্ত ঘোষকে লক্ষ করে জুতো ছোঁড়ার ঘটনা ঘটেছিল।

Share
Published by
News Desk

Recent Posts