State

নেশার ঘোরে নিজের বাড়িতেই আগুন লাগাল মদ্যপ

Published by
News Desk

মদ্যপানে আসক্তি তার আজকের নয়। উত্তর ২৪ পরগনার বনগাঁর বিরাগ্রামে মহিম মণ্ডলের মদ খাওয়ার কথা সবাই জানে। স্থানীয়দের দাবি, ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি সবসময়েই মদে ডুবে থাকে মহিম। ফলে পরিবারে অশান্তিও কম হতনা। গত বুধবারও বাড়িতে তার মদ্যপান নিয়ে চিৎকার চেঁচামেচি হয়। রাতে মেজাজ হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মহিম। যদিও মদ্যপানে বিরতি দেয়নি। অভিযোগ এরপর গভীর রাতে মদ্যপ অবস্থায় ফিরে এসে রান্নাঘরের কাছে পাটকাঠির স্তূপে আগুন ধরিয়ে দেয় সে। সেই আগুন খুব দ্রুত রান্নাঘর হয়ে ঘরে পৌঁছে যায়।

এদিকে গ্রামের মানুষজন আগুন দেখে ছুটে আসেন। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে নিজের বাড়িতে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় মহিম মণ্ডল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts