State

আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে গড়িমসি, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে পথ অবরোধ

Published by
News Desk

ফের সেই এক অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের গাড়িতে রক্ত লেগে যাবে, তাই গাড়িতে তোলা যাবে না দুর্ঘটনায় রাস্তায় পড়ে কাতরাতে থাকা মানুষকে। অভিযোগ, গত বুধবার রাতে ময়নাগুড়ির জল্পেশ মোড়ের কাছে এক মহিলাকে ধাক্কা মারে একটি লরি। আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন তিনি। তখন দরকার ছিল যত দ্রুত সম্ভব তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু অভিযোগ স্থানীয় মানুষ পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অনুরোধ করা সত্ত্বেও নাকি পুলিশ ওই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে তাদের গাড়িতে তুলতে চায়নি। স্থানীয়দের দাবি, পুলিশ রক্তে গাড়ি নোংরা হওয়ার যুক্তি খাড়া করে। পরে দমকল এসে যখন ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়, তখন সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এই অমানবিক আচরণের বিরুদ্ধে বৃহস্পতিবার ওই এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি, সঠিক সময়ে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে তাঁকে বাঁচানো যেত। কিন্তু পুলিশের গাড়ি বলেই নয়, কোনও গাড়িই সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ায়নি। এদিন পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান জনতা। ঘণ্টাখানেক অবরোধ চলার পর সার্ক রোড থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ মানুষজন। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।

Share
Published by
News Desk