State

২ জেলায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত ৩

Published by
News Desk

মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় গত রাতে একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। এক যুবক ও যুবতী একটি বাইকে করে ফিরছিলেন। রাস্তায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। সেখানেই আহত যুবকের মৃত্যু হয়।

অন্যদিকে বজবজ রোডের ওপরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষের দাবি, এখানে একটি বেপরোয়া ট্যাঙ্কার উন্মত্তের মত চালাতে চালাতে পরপর ৪টি বাইকে ধাক্কা মারে। বাইকের আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে ১ কিশোরী সহ ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মহেশতলা থানার পুলিশ ওই ট্যাঙ্কার চালককে গ্রেফতার করে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বজবজ রোডে যান চলাচল ব্যাহত হয়।

Share
Published by
News Desk