কাছাকাছি ২ পাড়ার মধ্যে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচের। সেই ফুটবল ম্যাচ ঘিরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর তার জেরেই সোমবার দুপুরে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার উস্তির রাজপথ। ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর শুরু হয় ২ পাড়ার মধ্যে ইট বৃষ্টি। পরে একে অপরপক্ষকে লক্ষ্য করে বোমাও ছুঁড়তে থাকে। মুহুর্তে সব আনন্দ উধাও হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বন্ধ হয় যায় যান চলাচল। ঝাঁপ বন্ধ হয়ে যায় দোকানের। সাধারণ মানুষ যে যাঁর বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।
২ পক্ষের মাঝে দাঁড়িয়ে যায় পুলিশ। ২ পাড়াকেই তাদের পাড়ায় ঢুকিয়ে দিয়ে এলাকার দখল নেয় তারা। বিকেলের দিকে ক্রমশ ফের অবস্থা স্বাভাবিক হয়। যান চলাচল শুরু হয়। কিন্তু ২ পাড়ার মধ্যে সন্ধে পর্যন্ত চাপা উত্তেজনা ছিল।