State

মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী

Published by
News Desk

দুধের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বিড়া চৌমাথায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা নাগাদ বিপরীতমুখী দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাঙ্কারের ধাক্কায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে। বাইক আরোহীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে বাইকটিতে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কারটি রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে। দোকানের সামনের দিকে ট্যাঙ্কারের সামনের অংশ ঢুকে গিয়ে আটকে যায়। দোকানটির ক্ষতি হলেও সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘাতক ট্যাঙ্কারের চালক পালালেও ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

Share
Published by
News Desk