State

সাতসকালে ভয়াবহ আগুনের গ্রাসে কোচবিহারের বাজার

Published by
News Desk

দমদমের গোরাবাজারের ভয়ংকর অগ্নিকাণ্ডের লেলিহান সর্বগ্রাসী আগুনের শিখা নেভাতে তখনও লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা। তারমধ্যে ফের বাজারে আগুনের খবর। সরস্বতী পুজোর ভোরে কোচবিহারের পুন্ডিবারি বাজারের একটি দোকানে আগুন লাগে। ঘড়ির কাঁটায় তখন ভোর ৬টা। দ্রুত আগুন ছড়াতে শুরু করে। প্রচুর মজুত মালপত্র পুড়তে শুরু করে। প্রথমে বাজারের লোকজনই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর যায় দমকলে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই শুরু করে। আগুন ততক্ষণে গ্রাস করেছে বাজারের একটা অংশ। একের পর এক দোকান আগুনে দাউদাউ করে জ্বলে উঠছে। প্রায় ৩ ঘণ্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।

আগুনে ৩০টির ওপর দোকান ভস্মীভূত হয়ে গেছে। কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk