State

রেষারেষি করতে গিয়ে খালে উল্টে গেল বাস, মৃত ১০

Published by
News Desk

কুয়াশামাখা ভোরে একেই দৃশ্যমানতা কম। তার উপরে ২ বাসের একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। যার মাশুল দিতে হল বাস যাত্রীদের। মর্মান্তিক বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ১০ জন যাত্রী। শনিবার ভোরে মুর্শিদাবাদের বেলডাঙার বেগুনবাড়ি এলাকায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। বাসটি আমতলা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। বাসের রেষারেষি না হলে এমন ভয়ংকর দুর্ঘটনা ঘটত না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গুরুতর জখম ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরে উত্তেজিত এলাকাবাসী ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। বেলা বাড়লে বেলডাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়রা।

Share
Published by
News Desk