State

স্ত্রীর গায়ে গরম তেল ও জল ঢালল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

Published by
News Desk

একদিকে মোটা অঙ্কের পণের দাবি। অন্যদিকে টাকা চুরির সন্দেহ। এই নিয়ে দিনের পর দিন শ্বশুরবাড়ির গঞ্জনা সহ্য করে আসছিলেন পূজা খাঁ। নদিয়ার রাণাঘাটের বড়বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। গত বুধবার শ্বশুরবাড়ি থেকে চুরি যায় ২০ হাজার টাকা। স্বামীসহ শ্বশুরবাড়ির সন্দেহ গিয়ে পড়ে বাড়ির বউয়ের উপর। শুরু হয় গঞ্জনা ও মারধর।

একটানা লাঞ্ছনার শিকার হতে হতে গত বুধবার রাতে ধৈর্যের বাঁধ ভাঙে গৃহবধূর। মিথ্যা অপবাদ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। এত বড় সাহস সহ্য হয়নি শ্বশুরবাড়ির। অভিযোগ, অগ্নিশর্মা স্বামী সেই অপরাধে তাঁর গায়ে গরম জল ও গরম তেল ছুঁড়ে দেয়। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করতে করতে প্রাণ বাঁচাতে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন দগ্ধ গৃহবধূ। স্থানীয়দের সাহায্যে বুধবার রাতে তিনি পৌঁছন রাণাঘাটের গাইঘাটায় বাপের বাড়িতে। গুরুতর জখম গৃহবধূকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। নির্যাতিতা বধূর পরিবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গাইঘাটা থানায়। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বধূকে নির্যাতন ও পুড়িয়ে মারার চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।

Share
Published by
News Desk