State

৯ বছরের বালিকাকে ধর্ষণে অভিযুক্ত দাদা, গ্রেফতার যুবক

Published by
News Desk

তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল মা হারানো ছোট বোন ও আরও ছোট ভাইয়ের দেখাশোনার। পেশায় দিনমজুর বাবা বাড়িতে থাকতে পারেন না রোজগারের কারণে। সেই সুযোগকেই অপব্যবহার করে ছোট্ট মেয়েটিকে ধর্ষণের অভিযোগ উঠল তারই পিসতুতো দাদার বিরুদ্ধে।

নদিয়ার শান্তিপুরের ঘটনা। মা হারা মেয়েটি ও শিশুটির বাবা বাড়িতে থাকেন না সারাদিন। কিন্তু কাছেই তাঁর দিদির বাড়ি। সেই দিদির ছেলেই বাড়িতে বড় কেউ না থাকা অবস্থায় দেখাশোনা করে বাচ্চা দুটিকে। সোমবার সকালেও দিনমজুর বাবা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর ওই যুবক আসে বাচ্চা দুটির বাড়িতে। অভিযোগ, এরপরেই ফাঁকা বাড়িতে সে ৯ বছরের মেয়েটিকে ধর্ষণ করে। দিদির আর্ত চিৎকার শুনে ছোট্ট ভাই পাড়া প্রতিবেশিকে ডেকে আনে। তাঁরাই এসে পাকড়াও করেন যুবককে। শুরু হয় উত্তমমধ্যম প্রহার। এরপর অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Share
Published by
News Desk