State

উপনির্বাচনের আগে উলুবেড়িয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাড়িতে আগুন, ভাঙচুর

Published by
News Desk

সামনেই লোকসভা উপনির্বাচন। তার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ায়। ৩টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দু’পক্ষে তুমুল সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দু’পক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। তাঁদের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সন্ধেয় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে সোমবার গঙ্গারামপুরে মুকুল রায়ের সভা ছিল। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা যখন যাচ্ছিলেন তখনই তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও পাল্টা তৃণমূল কর্মী সমর্থকদের দাবি বিজেপি কর্মীরাই তাঁদের ওপর হামলা চালান। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। অনেকগুলি বাড়িতে ভাঙচুর হয়েছে। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। মোতায়েন হয় ব়্যাফ। এদিন অবশ্য কড়া নিরাপত্তা বলয়ে পূর্ব নির্ধারিত মিছিলে অংশ নেন বিজেপি নেতা মুকুল রায়।

Share
Published by
News Desk