State

‘খুচরো সমস্যা’, ব্যাঙ্ক ম্যানেজারকে ফেলে মারের অভিযোগ

Published by
News Desk

ব্যাঙ্ক ম্যানেজারকে ফেলে মারার অভিযোগ উঠল গ্রাহকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইউকো ব্যাঙ্কের বীরভূমের পাড়ুই শাখায়। গ্রাহকদের একাংশের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই শাখায় খুচরো নেওয়া নিয়ে সমস্যা করছিলেন ব্যাঙ্ককর্মীরা। এদিন সকালে কয়েকজন যুবক খুচরো দিতে গেলে ব্যাঙ্ক ম্যানেজার তাঁদের জানান খুচরো নিতে দেরি হবে। এতে বচসা বাঁধে।

ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে ওই গ্রাহকদের বচসা সুর চড়ায়। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ এরপরই ব্যাঙ্ক ম্যানেজারকে ব্যাঙ্কের মধ্যেই ফেলে মারধর করেন গ্রাহকদের কয়েকজন। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে কয়েকজন গ্রাহক ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্কেরই একটি গাড়িতেও ভাঙচুর করেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk