State

রাতভর ঘরে জ্বলল উনুন, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু দম্পতির

Published by
News Desk

শীতের রাতে ঘর গরম রাখতে উনুন জ্বালিয়েছিলেন দুর্গাপুরের বাউরিপাড়ার বাসিন্দা শিলা বাউরি। সারারাত ধিকি ধিকি জ্বলা আগুন শুষে নিয়েছিল বদ্ধ ঘরের যাবতীয় অক্সিজেন। ঘর ভরে উঠেছিল বিষাক্ত কার্বন মনোক্সাইডের ধোঁয়ায়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হল শিলা বাউরি ও তাঁর স্বামী পরেশচন্দ্র বাউরির। মৃত দম্পতির সন্তানরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে খাওয়াদাওয়ার পর ঘর গরম রাখতে উনুনের আগুন নেভাননি তাঁদের মা। উনুন জ্বালিয়ে রেখেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে শুয়ে পড়েন ওই দম্পতি। তাঁদের সঙ্গে একই ঘরে শুয়ে পড়েন তাঁদের ২ মেয়েও। পাশের ঘরে শুয়ে ছিলেন দম্পতির ছেলে। তাঁর দাবি, সকালে মা বাবাকে ডেকে সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ফেলেন তিনি।

ঘরের ভিতর মা বাবার নিথর দেহ চোখে পড়ে তাঁর। বোনেদের বিছানায় অচৈতন্য অবস্থায় দেখতে পান তিনি। স্থানীয়দের সাহায্যে ৪ জনকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে শীলা বাউরি ও পরেশচন্দ্র বাউরিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাঝবয়সী দম্পতির এমন অকাল পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

Share
Published by
News Desk