State

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার টিউশন মাস্টার

Published by
News Desk

বাঁকুড়ার বুরুট গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক টিউশন মাস্টার। অভিযুক্ত যুবকের নাম সত্যজিৎ রায়। সে নিজের বাড়িতে ব্যাচ করে টিউশন পড়ায়।

কিশোরীর পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে কিশোরীটি সত্যজিতের বাড়িতে পড়তে গেলে তাকে সেখানেই ধর্ষণ করে সত্যজিৎ। কিশোরীর বাবার অভিযোগ, ঘটনার কথা কাউকে বললে কিশোরীর দাদাকে মেরে ফেলার হুমকিও দেয় সত্যজিৎ। তাঁর আরও অভিযোগ, সত্যজিৎ তাঁর মেয়ের নগ্ন ছবি মোবাইলে ছড়িয়ে দেবে বলেও ব্ল্যাকমেল করে।

প্রথমে বিষয়টি কাউকে না জানালেও কয়েকদিন ধরে ওই কিশোরী মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় সন্দেহ হয় তার বাড়ির লোকজনের। তাকে জিজ্ঞাসাবাদ করতে সে পরিবারের লোকেদের সব কথা খুলে বলে। ঘটনার কথা জেনে বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে টিউশন মাস্টার সত্যজিৎ রায়কে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk