State

শচীন তেন্ডুলকরের মেয়েকে ফোনে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার যুবক

Published by
News Desk

শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরকে ফোনে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার করা হল দেবকুমার মাইতি নামে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক যুবককে। পুলিশ সূত্রের খবর, ৩২ বছরের দেবকুমার বেকার। কোনওভাবে সে শচীন তেন্ডুলকরের মেয়ের নম্বর জোগাড় করে। অভিযোগ এরপর সেই নম্বরে ফোন করে সারা তেন্ডুলকরকে প্রেমের প্রস্তাব দেয় দেবকুমার। তার প্রস্তাব গ্রহণ না করলে সারাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

গত শুক্রবার শচীন বান্দ্রা থানায় এই অভিযোগ দায়ের করেন। তৎপর হয় মুম্বই পুলিশ। তারপর ফোন নম্বর ট্র্যাক করে পূর্ব মেদিনীপুর পুলিশের সহযোগিতায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Share
Published by
News Desk