State

মায়ের বকুনিতে অভিমান, আত্মঘাতী কিশোর-কিশোরী

Published by
News Desk

একই জেলায় তাঁরা থাকেন। না আছে রক্তের সম্পর্ক, না আছে কোনোরকম আত্মীয়তা বা বন্ধুত্ব। তবুও গত সোমবারের পর থেকে একে অপরের কাছে অপরিচিত ২ মা জীবনলগ্নে একই জায়গায় এসে দাঁড়ালেন। সেই মিলের জায়গাটাও বড়ই করুণ। ২ জনেই সন্তানের ভালোর জন্য নতুন বছরে তাদের একটু তিরস্কার করেছিলেন। অবুঝ সন্তানেরা সেই অভিমানে আত্মহত্যা করে খালি করে দিল তাদের মায়ের কোল। নতুন বছরে মর্মান্তিক ২টি ঘটনাই ঘটেছে নদিয়া জেলায়।

নদিয়ায় কালীগঞ্জ থানার বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী তিথি দাসকে পড়াশোনায় অমনোযোগের জন্য বকাবকি করেছিলেন তার মা। সেই অভিমানে সোমবার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় কিশোরী তিথি। অন্যদিকে নবদ্বীপের মাঠপাড়া এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সোমবার রাতে একইভাবে আত্মঘাতী হয়। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে মা বকাবকি করায় অভিমানের কালো মেঘ জমে কিশোরের মনে। সেই কারণেই অবিবেচকের মত ঐ কিশোর আত্মহত্যা করে বলে দাবি তার পরিবারের। একই জেলার ২টি আলাদা জায়গায় কিশোর ও কিশোরীর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ২ পরিবারে।

Share
Published by
News Desk