State

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করল বন্ধুরা

Published by
News Desk

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবক খুনের ঘটনায় মঙ্গলবার সকালে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার। গত সোমবার নতুন বছরের প্রথম দিনে আলিপুরদুয়ারের দ্বীপচর এলাকার বাসিন্দা শঙ্কর নামে এক যুবক খুন হন। তাঁর পরিবারের দাবি, গত সোমবার সন্ধ্যায় ৩-৪ জন বন্ধু মিলে বাইরে ডেকে নিয়ে যায় শঙ্করকে। ঘণ্টাখানেক পর স্থানীয় কালজানি নদীর বাঁধের পাশ থেকে শঙ্করের রক্তাক্ত দেহ উদ্ধারের খবর আসে। মৃতের পেটে গভীর ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ। যা থেকে অনুমান, যারা শঙ্করকে ডেকে নিয়ে যায়, তারাই সম্ভবত তাঁকে খুন করে।

যুবকের নৃশংস হত্যাকাণ্ডের জেরে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের কুমারগ্রামের রাস্তা অবরোধ করেন ক্ষিপ্ত জনতা। প্রতিবাদ জানাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনার জেরে দীর্ঘক্ষণের জন্য রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী। ফেরার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ মানুষজন। ঘটনার তদন্তে নেমে পলাতক হত্যাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk