State

পিকনিকে বচসা, বঁটি দিয়ে বন্ধু কোপাল বন্ধুকে

Published by
News Desk

পিকনিকে গিয়ে বচসার জেরে বন্ধুকে কুপিয়ে খুন করল আরেক বন্ধু। নদিয়ার কুলগাছি এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অঙ্কুর গড়াই। গত সোমবার বর্ষবরণের দিনে বাকিদের মত অঙ্কুর ও তাঁর বন্ধুরা চড়ুইভাতি করতে যান কুলগাছিতে। আচমকাই পিকনিকের আনন্দের তাল কেটে যায় অঙ্কুরের সঙ্গে তাঁর বন্ধুদের ঝামেলায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অঙ্কুরের উপর রান্না করার বঁটি নিয়ে রাগের বশে সমীরণ বিশ্বাস নামে এক যুবক ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়িভাবে অঙ্কুরকে কোপ দিতে থাকে উন্মত্ত বন্ধু। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত অঙ্কুর। স্থানীয়দের উদ্যোগে আশঙ্কাজনক অবস্থায় অঙ্কুরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk