State

পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ৫ যুবকের

Published by
News Desk

বর্ষশেষের আনন্দ তলিয়ে গেল দামোদরের বুকে। পিকনিক করতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল ৫ যুবকের। গত রবিবার ছিল ২০১৭-র শেষ। রাজ্যের পিকনিক স্পটগুলিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। আসানসোলের হীরাপুরে দামোদরের তীরও তার ব্যতিক্রম ছিল না। আসানসোলের শ্রীপল্লি এলাকার বাসিন্দা ১২ জন যুবক ৩১ ডিসেম্বর পিকনিক করতে যান সেখানে। চড়ুইভাতির মেজাজ ভালোই জমে উঠেছিল। সন্ধ্যার দিকে যুবকদের মধ্যে ৬ জন স্নান করতে নামেন দামোদরের বুকে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘাট থেকে কিছুদূর এগিয়ে যেতেই তলিয়ে যেতে থাকেন ৬ জন। সম্ভবত চোরাবালির কারণে চোখের নিমেষে দুর্ঘটনা ঘটে যায় বলে অনুমান স্থানীয়দের। তলিয়ে যেতে থাকা যুবকদের মধ্যে একজনকে কোনওমতে উদ্ধার করেন পাড়ে উপস্থিত বন্ধুরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। দামোদরের বুকে রাতভর যুবকদের খোঁজে চালানো হয় তল্লাশি। সোমবার সকালে ৫ যুবকের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

Share
Published by
News Desk

Recent Posts