State

সেতুর রেলিং ভেঙে নয়ানজুলিতে মুখ থুবড়ে পড়ল যাত্রী বোঝাই বাস

Published by
News Desk

বীরভূমের সিউড়ি থেকে খয়রাশোলের দিকে যাওয়ার পথে বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। বাসটিকে দুর্ঘটনার পর অদ্ভূতভাবে ঝুলতে দেখেন স্থানীয় মানুষজন। বাসের পিছন দিকটি ছিল ব্রিজের রেলিংয়ে লেগে। আর মাথাটা নিচে নয়ানজুলিতে মুখ থুবড়ে পড়ে ছিল। মাঝের অংশটা শূন্যে ভাসমান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হজরতপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে। তারপর রেলিং ভেঙে হুমড়ি খেয়ে পড়ে নিচের প্রায় শুকনো নয়ানজুলিতে। ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে কোনও মৃ্ত্যুর খবর নেই। পরে পুলিশ এসে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করে।

Share
Published by
News Desk